বাংলাদেশ সাবমেরিন কেবল্ কোম্পানীলিমিটেড (বিএসসিসিএল) বাংলাদেশের মূল টেলিযোগাযোগ সেবা প্রদানকারীপ্রতিষ্ঠান এবং বাংলাদেশে সাবমেরিন কেবল্ ব্যান্ডউইডথের একমাত্রসরবরাহকারী।
বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (সংশোধনী)অর্ডিন্যান্স ২০০৮ এর ৫বি ধারা বলে ল্যান্ডিং স্টেশনসহ সাবমেরিন কেবল্ কেঅধুনালুপ্ত বিটিটিবি থেকে আলাদা করে বাংলাদেশ সাবমেরিন কেবল্ কোম্পানীলিমিটেড (বিএসসিসিএল) গঠন করা হয়। ২৪ জুন ২০০৮ খ্রিঃ তারিখে পাবলিক লিমিটেডকোম্পানী হিসাবে রেজিষ্টার অব জয়েন্ট স্টক কোম্পানীজ (আরজেএসসি)বিএসসিসিএল কে সার্টিফিকেট অব ইনর্কোপোরেশন এবং সার্টিফিকেট অবকমেন্টসিমেন্ট অব বিজনেস প্রদান করে। ৩০ জুন ২০০৮ খ্রিঃ তারিখে সরকারেরসাথে ভেন্ডর এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় এবং ০১ জুলাই ২০০৮ ইং তারিখ হতেবিএসসিসিএল পাবলিক লিমিটেড কোম্পানী হিসাবে কার্যক্রম শুরু করে।
বিএসসিসিএল ২৭শে মার্চ ২০০৪ সালেদুবাইতে অনুষ্ঠিত কনসোর্টিয়ামে চুক্তি স্বাক্ষর করে (SEA-ME-WE-4) (South Asia-Middle East-Western Europe-4) এর গর্বিত সদস্যপদ লাভ করে, যেখানে ০৩(তিন) টি মহাদেশের (এশিয়া, ইউরোপ, আফ্রিকা) ১৪টি
অবস্থান:কক্সবাজার পৌরসভার বিজিবি ক্যাম্পের পাশে অবস্থিত।কক্সবাজার সদর উপজেলা পরিষদ হতে প্রায় ২ কিলোমিটার দুরে অবস্থিত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS