Title
হযরত ডুলা ফকির (রাঃ) মসজিদ
History
<p>হযরত মাওলানা শাহ নুরুল হক ডুলা ফকির (রাঃ) এর ৪১ তম বার্ষিক ফাতিহা উপলক্ষে গতকাল শুক্রবার বাদ জুমা এক প্রস্তুতিমূলক সভা মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইন্তেজাম কমিটির আহবায়ক মাষ্টার আবদুল কাদের। সভায় উপস্থিত ছিলেন মাজার কমিটির মোতওয়াল্লী মাওলানা এ এম নজিব আহমদ, মাজার কমিটির সহ-সভাপতি সাংবাদিক বদিউল আলম, আলমাছিয়া আলীয়া মাদ্রাসার উপাধ্যক্ষ ও খতিব মাওলানা নুরুল আবসার কাদেরী, ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলম, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইদ্রিছ, শিল্পপতি অছিয়র রহমান, মাষ্টার আবদুস সালাম, মাষ্টার নুর আহমদ, মাষ্টার রহিম উল্লাহ, ফরিদুল ইসলাম চৌধুরী ও মিজানুর রহমান, জাফর আলম হেলালী ও মাষ্টার ফরিদুল আলম।</p>