এই মর্মে কক্সবাজার সদর উপজেলার অন্তর্গত পাহাড় এবং পাহাড়ের পাদদেশে বসবাসকারী সকল জনসাধারণকে জানানো যাচ্ছে যে, চলমান বর্ষা মৌসুমে বর্ষাজনিত কারণে পাহাড় ধ্বসের সমূহ আশঙ্কা রয়েছে। উক্ত পাহাড় ধ্বসে পাহাড়ে বসবাসকারী জনগণের জান-মালের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। জান-মালের ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য পাহাড়ে বসবাসকারী জনগণকে অন্যত্র নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা যাচ্ছে।
এ নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আদেশক্রমে-
উপজেলা নির্বাহী অফিসার
সদর, কক্সবাজার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস