Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মাননীয় প্রধান মন্ত্রীর কক্সবাজার আগমন
বিস্তারিত

মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার কক্সবাজারে সফর নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে সম্পন্ন করতে প্রশাসন থেকে যাবতীয় প্রস্তুতি নেওয়া  হয়েছে।আগামী ৩ সেপ্টেম্বর সকাল১১টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে রামু উপজেলায় পৌছে রামু কেন্দ্রীয় সীমাবিহার, রামু মৈত্রী বিহার ও বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র সহপূণ:নির্মিত ১২টি বৌদ্ধ মন্দির/বিহার উদ্বোধন করবেন। বিকাল ৩টায় উখিয়া হাইস্কুল মাঠে জনসভায় যোগ দেওয়ার প্রারম্ভে সেখান থেকে উখিয়ায়  ক্ষতিগ্রস্থ পূণ:নির্মিত দিপাংকুর বৌদ্ধ বিহার, প্রজ্ঞামিত্র মহারতœ বৌদ্ধ বিহার, উত্তর বড় বিল বৌদ্ধ বিহার, রাজাপালং জাদী বৌদ্ধ বিহার, পাইন্যাশিয়া বৌদ্ধ যুব কল্যাণ পরিষদ, রেজুর কুল সদ্বর্ম বিকাশ বৌদ্ধ বিহার, পশ্চিম রত্না শাসনতীর্থ সুদর্শন বৌদ্ধ বিহার উদ্বোধন করবেন। একই সাথে কক্সবাজারের খুরুস্কুল-চৌফলদন্ডী সংযোগ সেতু, সমুদ্র গবেষণা ইনিষ্টিটিউট, পরমাণু চিকিৎসা কেন্দ্র, টেকনাফ ফায়ার সার্ভিস ষ্টেশন, সার্ভিস ডেলিভারীসেন্টার, টেকনাফ থানা ভবন, টেকনাফ সাব রেজিষ্টার অফিস, কক্সবাজার টেক্সটাইলইনিষ্টিটিউট, চিরিংগা খাদ্য গুদাম, কক্সবাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সউদ্বোধন করার কথা রয়েছে। এ সময় প্রধানমন্ত্রী কক্সবাজার সরকারী আবাসিকফ্ল্যাট নির্মাণ, জেলা সার্ভার ষ্টেশন, রামু ফায়ার সার্ভিস ষ্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি রয়েছে।পরে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে বিকালে ঢাকা ফিরে যাবার কথা রয়েছে।

ডাউনলোড
প্রকাশের তারিখ
01/09/2013