“ জুলাই গণঅভ্যুত্থান স্মরণে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতা-২০২৫”
এতদ্বারা কক্সবাজার জেলার আগ্রহী প্রতিযোগিদের জানানো যাচ্ছে যে, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র- জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে "বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। উক্ত কর্মপরিকল্পনার অংশ হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার বিভাগ দেশের সকল জেলা পর্যায়ে তরুণদের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে। এ প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রজন্ম সরাসরি গণঅভ্যুত্থান স্মরণে সম্পৃক্ত হতে পারবে, যার মাধ্যমে এ ঐতিহাসিক ঘটনার তাৎপর্য নতুন প্রজনের কাছে তুলে ধরা হবে। এপ্রেক্ষিতে স্থানীয় বাস্তবতায় উপযোগী এবং বাস্তবায়নযোগ্য উদ্ভাবনী আইডিয়া আহবান করা যাচ্ছে।
সম্ভাব্য আইডিয়ার উদাহরণ :
ক) দেয়ালচিত্র ) পথনাটক বা মঞ্চনাটক গ) প্রদর্শনী / প্রামাণ্যচিত্র ঘ) জনসচেতনতামূলক কার্যক্রম/প্রাথমিক স্বাস্থ্য বা পুষ্টি বিষয়ক প্রচারণা/কার্যক্রম ঙ) উদ্যোক্তা মেলা, স্থানীয় শিল্প প্রদর্শনী চ) স্কীল কম্পিটিশন/প্রতিভা অন্বেষণ ছ) বর্জ্য-শূণ্য অভিযান জ) গ্রীণ স্কুল (Green School), ক্লিন (Clean School) কার্যক্রম ঋ) জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত অন্য যেকোন ধারণা (আইডিয়া)।
উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীগণ নাম, ঠিকানা, শিক্ষা প্রতিষ্ঠান (প্রযোজ্য ক্ষেত্রে), মোবাইল নাম্বার ও ইমেইল (যদি থাকে) উল্লেখপূর্বক প্রধান নিবাহী কর্মকর্তা, জেলা পরিষদ, কক্সবাজার বরাবর আগামী ১০-০৭-২০২৫ খ্রিঃ তারিখ (সংশোধিত) ৫,০০ ঘটিকার মধ্যে কক্সবাজার জেলা পরিষদ কার্যালয়ে সরাসরি (হার্ডকপি) অথবা ই-মেইল (পিডিএফ কপি) এর যেকোন ১টি প্রস্তাব দাখিল করতে পারবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস