কক্সবাজার সদর উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে মোঃ শাহীনুর ইসলাম যোগদান করেছেন। ১৩ এপ্রিল তিনি বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। কক্সবাজার সদরের ইউএনও হিসাবে তিনি রবিবার (১৭ এপ্রিল) প্রথম অফিস করেছেন। নবাগত ইউএনও মোঃ শাহীনুর ইসলাম এর আগে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানের একান্ত সচিব ছিলেন। তার গ্রামের বাড়ী রংপুর উপজেলার পীরগঞ্জে। তিনি ২৭ তম বিসিএস (প্রশাসন)। নবাগত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীনুর ইসলাম দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস